• biswajitbhadury.pol@gmail.com
  • 01776044400

বিধি ও নিয়মাবলী

• কলেজে শিক্ষার্থীদের উপস্থিতির হার ১০০% হওয়া কাম্য। আমরা আশা করি, প্রত্যেক ছাত্র/ছাত্রী ক্লাসে ১০০% উপস্থিত থাকবে।


• শুধু শ্রেণী পরিক্ষায় (Class Test) অংশগ্রহণ করার জুন্ন কলেজে আসা উচিত নয়। কলেজে এলে Class Test থিওরি ক্লাস, ল্যাব ক্লাস সহ সব কিছুতেই উপস্থিত থাকতে হবে।


• কলেজে মোবাইল ফোন না আনাই ভালো। প্রয়োজনে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষার্থে অতি সাধারণ মোবাইল ফোন কলেজে আনতে পারবে। কিন্তু শ্রেণীকক্ষে তা ব্যবহার করতে পারবে না। শ্রেণীকক্ষের বাইরে গিয়ে তা ব্যবহার করতে পারবে। মালটিমিডিয়া ও ক্যামেরা যুক্ত মোবাইল ফোন কলেজে আনা সম্পূর্ণ নিষেধ। এই নিয়মের ব্যত্যয় ঘটলে আমরা ফোন নিয়ে নিব এবং ফেরৎ দেওয়া হবে না। দয়া করে কেউ ফোন নেবার জন্য অনুরোধ করবেন না।


• কলেজের নির্ধারিত ইউনিফরম পরিধান করে কলেজে আসা বাধ্যতামূলক। ইউনিফরম শুধু বাহ্যিক কোন পোশাক নয়। ইউনিফরম বাক্তির আত্নউপলব্ধি বাড়িয়ে দায়িত্ববোধে সচেতন করে তোলে, যা তার আচরণ নিয়ন্ত্রণে সহায়ক। তাই শিক্ষার্থীরা ইউনিফরমকে সেভাবেই গুরুত্ব প্রদান করবে। ইউনিফরম ও আইডি কার্ড ছাড়া কাউকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না।


• কোন ছাত্র অসুস্থতার কারণে কলেজে আসতে না পারলে, অতিসত্ত্বর ব্যক্তিগত ভাবে বা টেলিফোনের মাধ্যমে শ্রেণী শিক্ষক বা কো-অর্ডিনেটরকে অবহিত করতে হবে। অন্যথায় অনুপস্থিতির মার্জনা বিবেচনা করা হবে না।


• পাঠদান ও পাঠ গ্রহণের জন্য নীরব ও শান্ত পরিবেশ দরকার। সুতরাং, এরূপ পরিবেশ রক্ষাকল্পে কলেজে ক্যাম্পাস কলেজ বিল্ডিং এবং ক্লাসরূপে যে কোনো ধরনের হৈ চৈ, চিৎকার বা শব্দ করা একেবারেই নিষিদ্ধ। পাঠদানের সময় অপ্রয়োজনীয় কথা বলে শিক্ষককে বিরক্ত করা কাম্য নয়।


• শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করা মাত্রই শিক্ষার্থীগণ দাড়িয়ে তাকে সম্মান প্রর্দশন করবে এবং তখন থেকেই নিজেদের মধ্যে কথা বলা এবং শব্দ করা বন্ধ করবে।


• শিক্ষক হাজিরা খাতায় (Attendance Register) নাম ডাকার সময় ছাত্রকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষকের অনুমতির প্রেক্ষিতে ক্লাস ক্যাপ্টেন বা ক্লাস প্রিফেক্ট হাজিরা খাতা এবং মাইক স্পর্শ করতে পারবে।


• ক্লাস চলাকালে বিশেষ কারণ ছাড়া এবং শিক্ষকের বিনা অনুমতিতে শ্রেণীকক্ষের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আবার শিক্ষক/শিক্ষিকার অনুমতি ছাড়া কেউ শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবে না।


• ক্লাস শুরুর ঘন্টা বাজার পাঁচ মিনিটের মধ্যে শিক্ষক/শিক্ষিকা শ্রেণীকক্ষে না এলে ক্লাস প্রিফেক্ট/ ক্লাস ক্যাপ্টেন এ সম্পর্কে কলেজে কো-অর্ডিনেটরকে তা অব্যহতি করবে। এ সময়ে ছাত্র-ছাত্রীরা শ্রেণীকক্ষে নীরবতা বজায় রেখে নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে যাতে পার্শ্ববর্তী শ্রেণীকক্ষে পাঠদান কোনরূপে অসুবিধা না হয়।


• ক্লাস শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে কোন ছাত্র-ছাত্রী শ্রেণীকক্ষে প্রবেশ না করলে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে এবং হাজিরা খাতায় তাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হবে।


• প্রত্যেক ছাত্র- ছাত্রী তার নিজ বেঞ্চ ও নিকটবর্তী দেয়াল পরিষ্কার রাখবে। কোন ছাত্রের বেঞ্চে বা নিকটবর্তী দেয়ালে কোন লেখা পাওয়া গেলে ঐ ছাত্র-ছাত্রীকেই দায়ী করা হবে।


• কলেজ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোন ছাত্র-ছাত্রী ক্লাসে কোনো ঘোষণা দিতে পারবে না। বহিরাগত কেউ এরূপ কোনো কিছু করার চেষ্টা করলে অতিসত্ত্বর কর্তৃপক্ষকে তা জানাতে হবে।


• ক্লাস চলাকালীন কোন ছাত্র/ছাত্রী নিজ ক্লাসরুম ব্যাতীত অন্য কোনো ক্লাস রুম, খেলার মাঠ, এমনকি লাইব্রেরিতেও অবস্থান করতে পারবে না।


• কলেজে কোনো অপ্রয়োজনীয়/ অপ্রসাঙ্গিক জিনিসপত্র নিয়ে আসা যাবে না। বাক্তিগত জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবে। কোনো কিছু হারিয়ে গেলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


• ক্লাসে, কলেজ কাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে কলেজের কোন ছাত্র-ছাত্রীর কোন ধরনের মারামারি বা গোলযোগে সংশ্লিষ্টতা কাম্য নয়। এ ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।