• biswajitbhadury.pol@gmail.com
  • 01776044400

অধ্যক্ষের বাণী

প্রিয় শিক্ষার্থী, শিক্ষা সুযােগ নয়, অধিকার। প্রকৃত শিক্ষা মানুষকে পরিপূর্ণতা দেয়। আর এ শিক্ষা অর্জন কিভাবে সম্ভব? প্রথম প্রয়ােজন পারিবারিক আচরণ । পরেরটি হলাে- প্রাতিষ্ঠানিক ভিত্তি । শুভ শক্তির উদ্বোধনের জন্য আজ একান্ত প্রয়ােজন উপযুক্ত নেতৃত্ব, এ নেতৃত্ব আসবে তরুণদের মধ্য হতেই। আমরা বিশ্বাস করি ও গুরুত্ব প্রদান করি চরিত্র গঠনে। এর জন্য প্রয়ােজন মনের পবিত্রতা ও দেহের পবিত্রতা । মন আর দেহ দুটো শক্তিকে তােমরা লালন কর নির্ভিক চেতনায়। শুধু মাত্র একাডেমিক ফলাফল তােমাদের আত্মার খাদ্য হতে পারে না। তােমরা উঠে দাঁড়াও সামাজিক তৈরী করা সমস্যাগুলােকে ভেঙ্গে উঠে দাঁড়াও। মনে রাখবে, তােমাদের অদম্য শক্তিতে রাষ্ট্র নিরাপদ রবে। নিজ দেশের সেবা এবং জগতের কল্যাণের জন্য সর্বগ্ধ সমর্পণ করতে নিজেদের প্রস্তুত রাখতে হবে। এ বীরভােগ্যা বসুন্ধরা আমাদের অনেক রক্তের বিনিময়ে। যে কোন চ্যালেঞ্জ মােকাবেলার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর আমাদের জাতীর পরাধীনতা থেকে মুক্ত হবার দিবস। শত্রুর মােকাবেলা করার জন্য প্রয়োজন হাতিয়ার। কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কোন হাতিয়ার ছিল না, যা দিয়ে তিনি সকলকে সমূহ যুদ্ধে মােকাবেলা করতে পারতেন। তিনি কি দিয়েছিলেন? মনবল, আত্মবিশ্বাস, প্রেম আর সন্তুষ্টি। এই ছিল তাঁর অগ্র যা দিয়ে আমরা তাঁর আহ্বানে ঝাপিয়ে পড়তে পেরেছিলাম। এ শক্তি হউক শিক্ষার্থীদের, এ শক্তি হউক জাতীর । তবেই আমরা পথ হারাবাে না। এ দেশ গড়তে সকলে মিলে আমরা তাঁর ভাবনা ও আদর্শকে সমুন্নত রাখবাে। সম্মানিত অভিভাবক, শিক্ষা হচ্ছে পরিপূর্ণতার এক প্রকাশ । যা মানুষের মধ্যেই থাকে। যে শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না, বা মানুষের মধ্যে আত্মনির্ভরতা ও আত্মমর্যাদাবােধ জাগিয়ে তুলতে সাহায্য করে না- তা কি শিক্ষা? Man Taking mission নিয়ে সবাইকে এগুতে হবে। আপনার সন্তানকে GPA 5 নয় বরং তাকে মানুষ হতে অনুপ্রেরণা দিন | আন্তঃ সম্পর্ক গড়ে তােলার জন্য তাদের মধ্যে নেতৃত্ব দেবার মানসিকতা তৈরী করে দিন। নিজেকে অমৃতের সপ্তান ভানতে হবে বা এ মাকলুকাতের আশরাফ । আমাদের হীনমন্যতা থাকবে না- থাকবে না কোন সীমাবন্ধতা। সকল সময়েই পজেটিভ থাকতে হবে। শিক্ষা গ্রহণের বাইরে সন্তানদের কো-কারিকুলাম নিয়ে ভবিষ্যত গড়তে হবে। তাই আপনার সন্তান প্রাকৃতিক জ্ঞান লাভ করে উপযুক্ত মানুষ হবে মর্মে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এই প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দ বলেন, Education is not the amount of information that we put into your brain and runs riot there, undigested, all your life. We must have life building, man making, character making assimilation of ideas. If you have assimilated five ideas and made them your and character, you have more education than any man who has got by heart a whole library..... তাই আমরা নিজেদের কাজে নিষ্ঠা দেখানাে আর নিজের দেশকে শ্রেষ্ঠত্বে আসীন করবাে- এটাই হউক আমাদের দৃঢ় অঙ্গীকার। পরিশেষে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অগ্রযাত্রা অব্যাহত থাকুক সকলের নিরাপদ হাত দিয়ে এবং প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্ট পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করছি। আমি অধ্যক্ষ হিসেবে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে আনন্দে থাকুন ও নিরাপদে থাকুন।

ড. বিশ্বজিৎ ভাদুড়ী

অধ্যক্ষ
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ